Friday, September 28, 2018

*যাদুগ্রস্থ হওয়ার আলামত গুলি কি?



Image may contain: text


*যাদুগ্রস্থ হওয়ার আলামত গুলি কি?
~~
বিশেষজ্ঞগণ যাদুর আলামত সম্পর্কে ভালো জানেন। তাদের বক্তব্য থেকে কিছু আলামত তুলে ধরা হল:
স্বামী-স্ত্রীর মাঝে-
১ । হঠাৎ ভালবাসা থেকে শক্রতায় পরিণত হওয়া ।
২। উভয়ের মাঝে অধিক সন্দেহ সৃষ্টি হওয়া।
৩ । পরস্পর ক্ষমা না চাওয়া ও ক্ষমা না করা।
৪। অতিমাত্রায় মতবিরোধ সৃষ্টি হওয়া যদিও তা সামান্য ব্যাপারকে কেন্দ্র করে।
৫। স্ত্রীর সৌন্দর্য অসুন্দরে পরিণত হওয়া। যদিও সে খুবই সুন্দরী হোক স্বামীর কাছে নিকৃষ্ট মনে হওয়া। আর স্ত্রীর কাছে স্বামী নিকৃষ্ট উপলব্ধি হওয়া।
৬। যাদুগ্রস্তের নিকট অপর জনের প্রত্যেক কৰ্মই অপছন্দ হওয়া।
৭। যাদুগ্রস্থ অপর পক্ষের বসার স্থানকে অপছন্দ করা। যেমনঃ স্বামী গৃহের বাইরে খুব ভাল করে ঘরে প্রবেশ করলেই অন্তরে অতিসংকীর্ণতা বোধ করে। ইবনে কাসীর (রাহেমাহুল্লাহ) বলেনঃ স্বামী-স্ত্রীর বিচ্ছন্নতার যাদুর ফলে যাদুগ্ৰস্ত অপরজনকে কুদৃষ্টিতে দেখবে বা সন্দেহের দৃষ্টিতে দেখবে বা এ ধরনের অন্যান্য বিচ্ছেদ সৃষ্টিকারী বিষয়ে পতিত হবে। (তাফসীর ইবনে কাসীরঃ ১/১৪৪)
(উৎস: যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি )
এ ছাড়াও সব সময় মানসিক অবসাদ, বিষন্নতা ও বিনা কারণে অস্থিরতা অনুভব করা, সার্বক্ষণিত মাথা বা পিঠে এমন ব্যাথা অনুভব করা যা কোন ওষুধেও উপশম হয় না, বিনা কারণে চরম ভয়-ভীতি অনুভব করা, হঠাৎ নামায-রোযা ছেড়ে দেয়া, কুরআন, তিলাওয়া, দুয়া ও যিকিরে মনোযোগ বসাতে না পারা, হঠাৎ করে দাম্পত্য জীবনে আগ্রহ হারিয়ে ফেলা, বা যৌন ক্ষমতা লোপ পাওয়া, স্মৃতিশক্তি অস্বাভাবিকভাবে দূর্বল হয়ে পড়া ইত্যাদি।
আল্লাহ তাআলা যাদু থেকে আমাদেরকে রক্ষা করুন। আমীন।

No comments:

Post a Comment