*ব্র্যাক, গ্রামীন ব্যাংক সহ সকল প্রকার সুদি ব্যাংক থেকে সুদের উপর লোন নেয়া হারাম*
--------------------
প্রশ্ন: আমি একজন প্রবাসী। আমি প্রবাস জীবনে কাজ করে কোন অর্থ জমা করতে পারি নি। আমি যদি এখান থেকে একেবারে দেশে চলে যাই আমার কাছে গচ্ছিত কোন টাকা থাকবে না। আর দেশে গিয়ে চলার জন্য বা ছোট খাটো কোন ব্যবসা করার জন্য যদি কোন এনজিও ব্র্যাক, গ্রামীন ব্যাংক, ট্রাস্ট বা এধরণের কোথাও থেকে লোন নিয়ে কিছু করি তাহলে কি আমি গুনাহগার হব? বা আমার করণীয় কি?
উত্তর:
সুদী ব্যাংক থেকে লোন নেয়া বৈধ নয়। কেননা ইসলামের দৃষ্টিতে সুদ দেয়া ও নেয়া জঘন্য পর্যায়ের হারাম ও কবীরা গুনাহ।
--------------------
প্রশ্ন: আমি একজন প্রবাসী। আমি প্রবাস জীবনে কাজ করে কোন অর্থ জমা করতে পারি নি। আমি যদি এখান থেকে একেবারে দেশে চলে যাই আমার কাছে গচ্ছিত কোন টাকা থাকবে না। আর দেশে গিয়ে চলার জন্য বা ছোট খাটো কোন ব্যবসা করার জন্য যদি কোন এনজিও ব্র্যাক, গ্রামীন ব্যাংক, ট্রাস্ট বা এধরণের কোথাও থেকে লোন নিয়ে কিছু করি তাহলে কি আমি গুনাহগার হব? বা আমার করণীয় কি?
উত্তর:
সুদী ব্যাংক থেকে লোন নেয়া বৈধ নয়। কেননা ইসলামের দৃষ্টিতে সুদ দেয়া ও নেয়া জঘন্য পর্যায়ের হারাম ও কবীরা গুনাহ।
✳ যারা এই লেনদেনে যুক্ত থাকবে তারা রাসুল সা. এর ভাষায় অভিশপ্ত।
✳ কুরআনে সুদকে আল্লাহ ও তারা রাসুল এর সাথে যুদ্ধে ঘোষণা করার শামিল বলা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّـهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ- فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّـهِ وَرَسُولِهِ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
“হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে, তা পরিত্যাগ কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাক। অতঃপর যদি তোমরা পরিত্যাগ না কর, তবে আল্লাহ ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও।” (সূরা বাকারা/২৭৮ ও ২৭৯ নং আয়াত)
✳ সুদ কতটা খারাপ তা নিম্নের হাদীসটি থেকে সহজেই অনুমেয়।
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “জেনে-শুনে এক দিরহাম পরিমাণ সুদ খাওয়া আল্লাহর নিকট ৩৬ জন নারীর সাথে ব্যভিচারের চাইতে অধিক গুনাহের কাজ।” (আহমাদ, সিলসিলা ছহীহা হা/ ১০৩৩)
সুতরাং অর্থনৈতিক দৈন্যতা ও সংকটের অজুহাতে এহেন জঘ্য ও হারাম কাজের সাথে যুক্ত হওয়া আল্লাহর ভয় যার অন্তরে আছে তার জন্য সম্ভব হতে পারে না।
✳ কুরআনে সুদকে আল্লাহ ও তারা রাসুল এর সাথে যুদ্ধে ঘোষণা করার শামিল বলা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّـهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ- فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّـهِ وَرَسُولِهِ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
“হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে, তা পরিত্যাগ কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাক। অতঃপর যদি তোমরা পরিত্যাগ না কর, তবে আল্লাহ ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও।” (সূরা বাকারা/২৭৮ ও ২৭৯ নং আয়াত)
✳ সুদ কতটা খারাপ তা নিম্নের হাদীসটি থেকে সহজেই অনুমেয়।
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “জেনে-শুনে এক দিরহাম পরিমাণ সুদ খাওয়া আল্লাহর নিকট ৩৬ জন নারীর সাথে ব্যভিচারের চাইতে অধিক গুনাহের কাজ।” (আহমাদ, সিলসিলা ছহীহা হা/ ১০৩৩)
সুতরাং অর্থনৈতিক দৈন্যতা ও সংকটের অজুহাতে এহেন জঘ্য ও হারাম কাজের সাথে যুক্ত হওয়া আল্লাহর ভয় যার অন্তরে আছে তার জন্য সম্ভব হতে পারে না।
যদি সম্ভব হয় কোন প্রকল্প বাস্তবায়নে ইসলামী ব্যাংক এর সুদমুক্ত ইনভেস্ট থেকে উপকৃত হতে পারেন।
মোটকথা, আল্লাহর উপর ভরসা করে হালালভাবে আয়-ইনকামের চেষ্টা করুন, অল্পে তুষ্ট থেকে হারাম মুক্ত জীবন যাপনের জন্য আল্লাহর নিকট দুআ করুন এবং এ জন্য সর্বাত্তক চেষ্টা করুন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে নিশ্চয় তিনি তাকে সাহয্য করেন।
আল্লাহ তাআলা বলেন:
مَن يَتَّقِ اللَّـهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا - وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
“আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন।” (সূরা তালাক/২-৩ নং আয়াত)
মোটকথা, আল্লাহর উপর ভরসা করে হালালভাবে আয়-ইনকামের চেষ্টা করুন, অল্পে তুষ্ট থেকে হারাম মুক্ত জীবন যাপনের জন্য আল্লাহর নিকট দুআ করুন এবং এ জন্য সর্বাত্তক চেষ্টা করুন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে নিশ্চয় তিনি তাকে সাহয্য করেন।
আল্লাহ তাআলা বলেন:
مَن يَتَّقِ اللَّـهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا - وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
“আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন।” (সূরা তালাক/২-৩ নং আয়াত)
আমরাও দুআ করি, তিনি যেন আপনাকে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমীন।
▪▪▪▪▪▪▪▪
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ, সৌদি আরব
▪▪▪▪▪▪▪▪
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ, সৌদি আরব
No comments:
Post a Comment