Friday, September 28, 2018

সম্মানিত ভাই, অনুগ্রহ পূর্বক হাদীসটি পড়ুন।




জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
إِذَا جَاءَ أَحَدُكُمْ وَالإِمَامُ يَخْطُبُ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ وَلْيَتَجَوَّزْ فِيهِمَا
“ইমাম খুতবা দেয়া অবস্থায় তোমাদের কেউ মসজিদে আসলে সে যেন হালকাভাবে দু রাকায়াত 
নামায (তাহিয়াতুল মসজিদ) পড়ে নেয়।“ 
(সহীহ মুসলিম), অধ্যায়: জুমার সালাত, অনুচ্ছেদ: জুমার দিন ইমাম খুতবা চলা কালিন সময় কেউ মসজিদে আসলে তার করণীয়।)

প্রিয় ভাই ও বন্ধু,এত সুস্পষ্ট হাদীস থাকার পরেও কি আমরা তা আমল করি
?বরং আমরা দেখি, ইমাম খুতবা দেয়ার সময় অধিকংশ মানুষ তাহিয়াতুল মসজিদ না পড়ে সোজা গিয়ে বসে পড়ে। এটা সুস্পষ্ট হাদীস বিরোধী। সুতরাং আমাদের কতর্ব্য হবে, আমরা যদি ইমাম সাহেবের খুতবার সময় মসজিদে আসি তবে আগে দু রাকায়াত তাহিয়াতুল মসজিদ পড়ব তারপর বসব। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ। আল্লাহ তাওফীক দান করুন।

No comments:

Post a Comment