Saturday, November 10, 2018

মৃত্যু সংবাদ/শোক সংবাদ প্রচার করার আগে এই হাদিসটি পড়ুন....



Image may contain: text


মৃত্যু সংবাদ/শোক সংবাদ প্রচার করার আগে এই হাদিসটি পড়ুন....
হাইফা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন আমার মৃত্যু হলে এই বিষয়ে তোমরা কোন ঘোষণা দিবে না। আমার ভয় হয় যে, এটা মৃত্যুর সংবাদ প্রচার বলে ধরা হবে। আমি মৃত্যু সংবাদ প্রচার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করতে শুনেছি। – হাসান, ইবনু মা-জাহ (১৪৭৬)
গ্রন্থঃ সূনান আত তিরমিজী [তাহকীককৃত]
অধ্যায়ঃ ৮/ জানাযা (كتاب الجنائز عن رسول الله ﷺ)
হাদিস নম্বরঃ ৯৮৬; ১২. মৃত্যুসংবাদ ফলাও করে প্রচার করা মাকরূহ। এই হাদীসটিকে আবু ঈসা হাসান সহীহ বলেছেন। হাদিসের মানঃ হাসান।
--------

রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা কি শুননি, নিশ্চয়ই আল্লাহ চোখের কান্না ও অন্তরের চিন্তার কারণে শাস্তি দিবেন না; বরং তিনি শাস্তি দিবেন এর কারণে। অতঃপর তিনি তার জিহবার দিকে ইঙ্গিত করলেন। অথবা তার উপর রহম করবেন। নিশ্চয়ই আল্লাহ মাইয়েতকে তার পরিবারের কান্নার কারণে শাস্তি দেন। ওমর (রাঃ) এজন্য লাঠিপেটা করতেন, পাথর মারতেন এবং মাটি নিক্ষেপ করতেন।
[ছহীহ বুখারী হা/১৩০৪, ১/১৭৪ পৃঃ, (ইফাবা হা/১২২৬, ২/৩৮৭ পৃঃ); ছহীহ মুসলিম হা/২১৭৬; মিশকাত হা/১৭২৪, পৃঃ ১৫০; বঙ্গানুবাদ মিশকাত হা/১৬৩২, ৪/৮৪, জানাজা’ অধ্যায়।]

No comments:

Post a Comment