Sunday, December 21, 2014

Quran 4:138-139



যারা মুমিনদেরকে বর্জন করে কাফেরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয় এবং
তাদেরই কাছে সম্মান প্রত্যাশা করে তাদের জন্য:
আল্লাহ তা'লা বলেন,
সেসব মুনাফেককে সুসংবাদ শুনিয়ে দিন যে, তাদের জন্য নির্ধারিত রয়েছে বেদনাদায়ক আযাব।
যারা মুমিনদেরকে বর্জন করে কাফেরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয় এবং তাদেরই কাছে সম্মান প্রত্যাশা করে,
অথচ যাবতীয় সম্মান শুধুমাত্র আল্লাহরই জন্য।
(সুরা নিসা আয়াত ১৩৮-১৩৯)
আল্লাহ তা'লা আরো বলেন,
কেউ সম্মান চাইলে জেনে রাখুন, সমস্ত সম্মান আল্লাহরই জন্যে। তাঁরই দিকে আরোহণ করে সৎবাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয়।
যারা মন্দ কার্যের চক্রান্তে লেগে থাকে, তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। তাদের চক্রান্ত ব্যর্থ হবে।

(সুরা ফাতির আয়াত ১০)

যারা মুমিনদেরকে বর্জন করে কাফেরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয় এবং
তাদেরই কাছে সম্মান প্রত্যাশা করে তাদের জন্য:
আল্লাহ তা'লা বলেন,
সেসব মুনাফেককে সুসংবাদ শুনিয়ে দিন যে, তাদের জন্য নির্ধারিত রয়েছে বেদনাদায়ক আযাব।
যারা মুমিনদেরকে বর্জন করে কাফেরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয় এবং তাদেরই কাছে সম্মান প্রত্যাশা করে,
অথচ যাবতীয় সম্মান শুধুমাত্র আল্লাহরই জন্য।
(সুরা নিসা আয়াত ১৩৮-১৩৯)
আল্লাহ তা'লা আরো বলেন,
কেউ সম্মান চাইলে জেনে রাখুন, সমস্ত সম্মান আল্লাহরই জন্যে। তাঁরই দিকে আরোহণ করে সৎবাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয়।
যারা মন্দ কার্যের চক্রান্তে লেগে থাকে, তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। তাদের চক্রান্ত ব্যর্থ হবে।
(সুরা ফাতির আয়াত ১০)

No comments:

Post a Comment