Saturday, June 20, 2015

ছালাতুত তারাবীহ :




Musafir Harunur Rashid's photo.

ছালাতুত তারাবীহ :
ছালাতুত তারাবীহ বা রাসূলুল্লাহ (ছাঃ)-এর
রাতের ছালাত বিতর সহ ১১ রাক‘আত ছিল।
রাতের ছালাত বলতে তারাবীহ ও
তাহাজ্জুদ দু’টোকেই বুঝানো হয়। উলেখ্য
যে, রামাযান মাসে তারাবীহ পড়লে আর
তাহাজ্জুদ পড়তে হয় না।
একদা উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ)-
কে জিজ্ঞেস করা হ’ল রামাযান মাসে
রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত কেমন ছিল?
তিনি বললেন, রামাযান ও রামাযান
ছাড়া অন্য মাসে রাসূলুল্লাহ (ছাঃ)-এর
রাতের ছালাত ১১ রাক‘আতের বেশী ছিল
না।
বুখারী হা/২০১৩; মুসলিম হা/৭৩৮;
আবূদাঊদ হা/১৩৪১; নাসাঈ হা/১৬৯৭;
তিরমিযী হা/৪৩৯; আহমাদ হা/২৪১১৯;
মুওয়াত্ত্বা মালেক হা/৩৯৪।
সায়েব ইবনে ইয়াযীদ (রাঃ) বলেন,
ওমর (রাঃ) ওবাই বিন কা‘ব ও তামীম
দারী নামক দু’জন ছাহাবীকে রামাযান
মাসে ১১ রাক‘আত তারাবীহর ছালাত
জামা‘আতের সাথে পড়াবার নির্দেশ
দিয়েছিলেন।
মুওয়াত্ত্বা, মিশকাত হা/১৩০২।
তবে উক্ত বর্ণনার
শেষদিকে ইয়াযীদ বিন রূমান প্রমুখাৎ
ওমর ফারূক (রাঃ)-এর যামানায় লোকেরা
২০ রাক‘আত তারাবীহ পড়তেন’ বলে যে
বাড়তি অংশ বলা হয়ে থাকে, তার সূত্র
ছহীহ নয়।
হাশিয়া, তাহ্ক্বীক্ব- আলবানী।
জাবের ইবনু আব্দুল্লাহ (রাঃ) থেকে
বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)
রামাযান মাসে আমাদেরকে ৮ রাক‘আত
তারাবীহ ও বিতর ছালাত পড়ান।
ছহীহ ইবনু খুযায়মা হা/১০৭০ ‘সনদ
হাসান’ ২/১৩৮ পৃঃ; মির‘আত ৪/৩২০।
তিনি প্রতি দু’রাক‘আত অন্তর সালাম
ফিরিয়ে আট রাক‘আত তারাবীহ শেষে
কখনও এক, কখনও তিন, কখনও পাঁচ রাক‘আত
বিতর এক সালামে পড়তেন। কিন্তু মাঝে
বসতেন না।
মুসলিম ১/২৫৪ পৃঃ, ঐ (বৈরূত ছাপা)
হা/৭৩৬-৩৭-৩৮।

No comments:

Post a Comment