Monday, June 29, 2015

ফরয নামাযের পর সম্মিলিত মুনাজাত করা বদভ্যাসে পরিণত হয়েছে।




ফরয নামাযের পর সম্মিলিত মুনাজাত করা বদভ্যাসে পরিণত হয়েছে।

এ ঘৃণ্য বিদাতকে না বলুন। রাসূল সা. এর পরামর্শমত নামাযের ভেতরেই নিজের দুআগুলো উপস্থাপন করুন। মনে রাখতে হবে, নামাযেই মহান আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকে। তাই আপন প্রভুর কাছে নিকটে থাকাকালে দুআ করাই উত্তম। তাছাড়া নামায নিজেই একটি মুনাজাত। আল্লাহ পাকের দেয়া ফরম্যাটের পর আর কি মুনাজাত থাকতে পারে। 
যদি কিছু থাকতো, তবে তা রাসূল সা. আমাদের বলে দিতেন। যেখান রাসূল সা. এর কোন নির্দেশনা নেই, সেখানে বরকত নেই। দ্বীন নেই। কল্যান নেই। আছে শুধু গোয়ারতুমি, আছে অকল্যান আর জাহান্নামের উত্তপ্ত আগুন।

No comments:

Post a Comment