Saturday, November 7, 2015

''কোন নারী কোন নারীর বিয়ে দিতে পারে না এবং কোন নারী নিজে নিজে বিয়ে করতে পারে না।''




আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
''কোন নারী কোন নারীর বিয়ে দিতে পারে না এবং কোন নারী নিজে নিজে বিয়ে করতে পারে না।''
(হাদিস/ ইবনু মাজাহ , মিশকাত হা/৩০০২, হাদিস সহীহ)
:: কোন মেয়ের খালা, ফুপু, চাচী , মামী, নানি, দাদী, সহ কোন নারী মেয়েকে বিয়ে দিতে পারবে না। অপর হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবার অনুমতি ছাড়া মেয়ের বিয়ে হবে না। আর এই হাদিসেও সেটা পরিস্কার হয়েছে । সুতরাং কোন মুসলিম নারী যদি কোন ছেলের সাথে পালিয়ে বিয়ে করে তাহলে সেটা বাতিল ইসলাম এর ভিত্তিতে। আর যদি সে ইসলাম না মানে তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু নিজেকে মুসলিম দাবি করে যদি কেউ পালিয়ে বিয়ে করে তাহলে ঐ সংসার এ যতদিন ঐ পুরুষ নারী মেলামেশা করবে সেটা 'যেনা' হিসেবে গুনাহ লিখিত হবে। কারন এই বিয়ে হয়নি। এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়ের অনুমতি না নিয়ে বিয়ে হবেনা। তারমানে যদি মেয়েকে তাঁর অনুমতি ছাড়া জোর করে বিয়ে দেয়া হয় তাহলে সেই বিয়ে বাতিল। তেমনি বাবার অনুমতি ছাড়া মেয়ে বিয়ে করলে সেই বিয়েও বাতিল। আর বাবা বেঁচে থাকা সত্ত্বেও মেয়ের কোন ফুপু, খালা অথবা কোন নারী বিয়ে দিতে পারবে না। বরং মেয়ের বাবার অনুমতি লাগবে আর বাবা বেঁচে না থাকলে চাচা, মামা, বড় ভাই, খালি ইত্যাদি পুরুষ লাগবে। আর মেয়ের বাবা বেঁচে থাকলে উকিল বাবা কেউ হবেনা, আমাদের সমাজে যেই উকিল বাবা আর উকিল মা বানানোর প্রথা আছে এইটা ইসলাম এ কোন ভিত্তি নেই। বরং মেয়ের বাবা দুইজন সাক্ষির সামনে ছেলেকে বলবে যে আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম আর আমি এতে রাজি। এই কথা দুইজন সাক্ষির সামনে বললেই বিয়ে হয়ে যাবে। কিন্তু সমাজে বিয়ের প্রথা নিয়ে কত কুসংকার বানিয়ে রাখা হয়েছে। আসলে মুসলিম রা শুধু এখন নামেই মুসলিম। কাজের বেলা কেউ আল্লাহ্‌র বিধান মানে না। হাদিস কুরআন ঠিকই পড়ে আছে কিন্তু কেউ পড়ার দরকার মনে করেনা। শুধু হুজুর কি বলেছেন সেটার উপর ভিত্তি করে চলে। কিন্তু দুনিয়ার নিজেদের বিষয়ে হুজুরকে জিজ্ঞাস করেনা। শুধু ধর্মের বেপারেই হুজুর এর কথা বিশ্বাস করে, আর এই দেশের তো ৯৫% হুজুরি মিথ্যুক । যারা ইসলাম এর সঠিক ধর্ম একদম উল্টে দিয়েছে আর মাঝহাব এর নাম করে নিজেদের পিঠ বাচারে চাচ্ছেন। মানুষগুলা যদি একটু কুরআন হাদিস পড়তো তাহলে আজকে এই সমস্যা হতো না। আমি হাদিসগুলা এই জন্যই প্রচার করছি যাতে কেউ বলতে না পারে আল্লাহ্‌র কাছে যে আমি জানতাম না তাই ভুল করেছি !! আল্লাহ্‌ আমাদের সঠিক বুঝে মেনে চলার তৌফিক দান করুন। আমীন। হাদিসটি শেয়ার করে আপনার মুসলিম ভাই বোনকে জানতে সুযোগ দিন। যাজাক আল্লাহ্‌ খায়ের (আল্লাহ্‌ আপনাকে উত্তম প্রতিদান দিন।)

No comments:

Post a Comment